রাউজানে হালদা নদীতে ডুবে রাহুল জলদাস (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাহুল বাকপ্রতিবন্ধী ছিল। সে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের জেলেপাড়ার সাধন জলদাসের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, হালদা নদীর আজিমের ঘাটে গোসল করতে যায় রাহুল। এক পর্যায়ে নদীতে নিখোঁজ হয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে নদীতে অনেক খোঁজাখুজি করে না পেয়ে ৯৯৯-এ ফোন দেয়। এরপর রাউজান ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যান।
তারা উদ্ধার করতে না পারায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে রাহুলকে নোয়াপাড়া পথেরহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।