হালদা নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ আনাস (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার গড়দুয়ারা স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করলেও রাত হয়ে যাওয়ায় আলোর অভাবে তারা উদ্ধার অভিযান বন্ধ রেখেছে।
নিখোঁজ আনাস এই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী দুলামিঞা সওদাগরের বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ আবু তাহেরের ছেলে।
সে হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়ান নগরের ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহঃ) ইসলামী মাদ্রাসার অষ্টম জামাতের ছাত্র।
আনাস মায়ের সাথে ১১ মাইল এলাকার উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনাস ও তার দুই বন্ধুসহ স্থানীয় ছেলেরা দুর্ঘটনা সংঘটিত এলাকায় ফুটবল খেলে শরীরের কাদামাটি সহ হালদা নদীতে গোসল করতে নামে। তখন আনাস ঠাঁই হারিয়ে পানির স্রোতে পড়ে নদীতে নিখোঁজ হয়ে যায়। এসময় তার অন্যান্য বন্ধুরা পানি থেকে উঠে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে নিখোঁজ আনাসের মাদ্রাসা পরিচালক সফিউল্লাহ বলেন, “আনাস অনাবাসিক ছাত্র। আজ মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। তারপর কি হলো আমি জানি না। তবে আপনার মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি।”
আনাসের নিখোঁজ হওয়া সম্পর্কে জানতে চাইলে তার নানা মোহাম্মদ এনামুল হক গণমাধ্যমকে বলেন, “আনাস মাদ্রাসা থেকে এসে দুপুরের খাবার খেয়ে তার বন্ধুদের সাথে বেড়াতে যায়। সেখানে নদীতে ডুবে গেছে বলে খবর পেয়েছি। নাতি নিখোঁজ হওয়ার খবর শুনে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। তার মায়ের কথা বলার মতো কোনো অবস্থা নাই।”