ফের নমুনা ছাড়লেও হালদায় ডিম ছাড়েনি মা মাছ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৭:৪৮ অপরাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার-ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছ বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা সাড়ে বারোটার দিকে ফের নমুনা ডিম ছেড়েছে।

অনুমানিক এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত এই নমুনা ডিম ছেড়েছে বলে জানিয়েছেন ডিম আহরণকারীরা।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টি হয়। বুধবার রাতে মা মাছ নদীর কোনো কোনো অংশে নমুনা ডিম ছাড়ে। ডিম আহরণকারীরা ধারণা করেছিল বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই অমাবস্যা তিথিতে মা মাছ ডিম ছাড়বে। পর পর দুই রাতে নমুনা ডিম ছাড়লেও বৃষ্টিপাত বন্ধ, নদীতে পাহাড়ি ঢলের প্রকোপ না থাকায় এবং নদীতে লবণাক্ত পানি ঢুকে পড়ায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ না পেয়ে ডিম ছাড়েনি মাছ।

নমুনা ডিম ছাড়ার পর মা মাছ ডিম না ছাড়ায় ডিম আহরণকারীদের মধ্যে এক প্রকার হতাশা দেখা দিয়েছে। আজ শুক্রবার অমাবস্যার তিথি প্রায় শেষ। নমুনা ডিম দেওয়ার পর আজ দুইটি জোয়ার-ভাটা চলে গেলেও বৃষ্টির অভাবে ডিম ছাড়েনি মা মাছ।

হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা সাড়ে বারোটার দিকে নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পর পর দুই রাতে নমুনা ডিম ছাড়লেও বজ্রসহ পর্যাপ্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় নদীতে লবণাক্ত পানি ঢুকে পড়েছে। ফলে মাছের ডিম ছাড়ার পরিবেশ নষ্ট হয়ে গেছে। লবণাক্ত পানিতে মাছ ডিম ছাড়ে না। এই অমাবস্যা তিথিতে নদীতে মাছ ডিম ছাড়বে এই আশা নিয়ে ডিম আহরণকারীরা নৌকা ও ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে নদীতে তৈরি ছিল কিন্তু অনুকূল পরিবেশ না পেয়ে ডিম ছাড়েনি।

আজ শুক্রবার তিথি প্রায় শেষ পর্যায়ে ছিল বলে তিনি উল্লেখ করে বলেন, “যদি এবার ডিম না ছাড়ে তাহলে আগামী পূর্ণিমার তিথির জন্য অপেক্ষায় থাকতে হবে।”

পূর্ববর্তী নিবন্ধবিএনপি’র আন্দোলনের কর্মসূচি বসে যাওয়া গাড়ি স্টার্ট দেয়ার মতো
পরবর্তী নিবন্ধবান্দরবানে কেএনএফ’র সোর্স আটক