বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে জাল ফেলে মাছের ডিম সংগ্রহের আশায় আছে ডিম সংগ্রহকারীরা।
হাটহাজারীর মার্দাশা রামদাশ হাট থেকে কাগতিয়ার টেক পর্যন্ত প্রায় অর্ধশত নৌকা নোঙ্গর করে জাল নিয়ে বসে আছে গতকাল মঙ্গলবার ভোর থেকে।
এ তথ্য জানিয়ে গড়দুয়ারার ডিম সংগ্রহকারী কামাল উদ্দীন বলেন, “এই সময়ে আমরা জাল ফেলে নগন্য সংখ্যক ডিম আটকাতে পারলেও পর্যাপ্ত না হওয়ায় পাওয়া ডিম কাজে আসবে না।”
নদীতে অপেক্ষমান মৎস্যজীবীদের আশা মুষলধারে বৃষ্টি হলে নদীতে পাহাড়ি ঢল নামবে আর সেই সময় মা মাছ পর্যাপ্ত ডিম দিতে পাারে। এই আশা নিয়ে তারা নদীতে বসে আছেন।
উল্লেখ্য, এই মৌসুমে হালদায় তিন দফায় নমুনা ডিম পাওয়ার পর ডিম সংগ্রহকারীরা সর্বশেষ দফায় তুলনামূলকভাবে সামন্যই ডিম সংগ্রহ করতে পেরেছিলেন।
মৎস্য বিভাগের হিসাব অনুসারে সর্বশেষ দফায় ডিম সংগ্রহকারীরা সর্বমোট তিন হাজার কেজি ডিম সংগ্রহ করতে পেরেছিলেন। এসব ডিম থেকে উৎপাদিত পোনা কেজিতে বিক্রি হয়েছে এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত।