প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।
আজ রবিবার (২ অক্টোবর) কধুরখীল ও নদীর মোহনায় অভিযান পরিচালনা করে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
নৌ পুলিশ হাটহাজারী ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ. ফ. ম. নিজাম উদ্দিন পিপিএম (বার)-এর দিক নির্দেশনায় আজ রবিবার তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে হালদা নদীর মোহনা ও কধুরখীল এলাকায় অভিযান পরিচালনা করে পাতানো অবস্থায় দাবিদারহীন অবৈধ তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করেন।
হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান ও টহল অব্যহত আছে বলে জানান তিনি।