হালদায় আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ

নৌ পুলিশের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৯ অপরাহ্ণ

দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে।

হালদা নদীর মোহনা, ছায়ার চর ও কচুখাইন এলাকায় পরিচালিত অভিযানে আড়াই হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

নৌ পুলিশ হাটহাজারী ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, তিনি আজ শুক্রবার নৌ পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার আ.ফ.ম. নিজাম উদ্দিন পিপিএম(বার)-এর নিদের্শনায় সংগীয় ফোর্স নিয়ে হালদা নদীর মোহনা, কচুখাইন ও ছায়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে পাতানো অবস্থায় দাবিদারবিহীন আড়াই হাজার মিটার ঘেরা জাল জব্দ করেন।

নদীতে মাছের মজুদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের খুঁটি ঢুকে গেল দ্রুতগামী বাসে, নিহত ১
পরবর্তী নিবন্ধফের বাড়ছে করোনা শনাক্তের হার