হালদায় নৌ পুলিশের অভিযানে আড়াই হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৬ অপরাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার-ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) নদীর মোহনা ও কচুখাইন এলাকায় অভিযান পরিচালনা করে আড়াই হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম আ ফ ম নিজাম উদ্দিন(পিপিএম) বারের দিক নির্দেশনায় আজ শনিবার সোয়া এক ঘন্টা নৌ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আড়াই হাজার মিটার জাল জব্দ করে।

নদীর মোহনা ও কচুখাইন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. এনামুল হক অভিযানের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান ও টহল অব্যহত রাখা হবে।”

পূর্ববর্তী নিবন্ধদুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম কমবে: আশা বাণিজ্যমন্ত্রীর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আটক