হালদায় অভিযানে জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩৭ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৫শ’ মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড অংশে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এ জাল জব্দ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড অংশে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যের সহযোগিতায় ৫শ’ মিটার জাল জব্দ করা হয়। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় গুঁড়িয়ে দেয়া হলো ২ অবৈধ ইটভাটা
পরবর্তী নিবন্ধপটিয়ায় ডাকাত সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু