হালদা থেকে জাল, চিংড়ি পোনা জব্দ

নৌ পুলিশের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৮:০৭ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে আজ রবিবার(১৫ মে) নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।

নদীর কালুরঘাট সেতু এলাকা, কর্ণফুলী মোহনা ও বোয়ালখালী উপজেলার নিকটবর্তী এলাকা থেকে ৬ হাজার মিটার সুতার তৈরি জাল, চিংড়ি পোনা শিকারের ৩০টি ঠেলা জাল ও অনুমানিক ১০ হাজার চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।

নদী থেকে জব্দকৃত রেনু পোনা হালদা নদীতে অবমুক্ত করা হয়।

সদরঘাট নৌ থানা চট্টগ্রাম-এর এসআই মাহবুব আলম জানান, তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে আজ হালদা নদীর উল্লেখিত স্থানগুলোতে অভিযান পরিচালনা করেন।

এই সময় নদীর কালুরঘাট সেতু এলাকা, কর্ণফুলী হালদা নদীর মোহনার বোয়ালখালী উপজেলা তীরবর্তী এলাকা হতে সুতার ৬ হাজার মিটার ভাসান জাল, চিংড়ি পোনা শিকারের ৩০টি ঠেলা জাল, ১ পাতিল চিংড়ি পোনা(আনুমানিক ১০ হাজার পিস) জব্দ করা হয়।

চিংড়ি পোনাগুলো তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয় এবং সুতার ভাসান জাল, ঠেলা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নদীর মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুর থেকে হেফজখানা ছাত্রের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা