দুই দিনে ২ কাতলা মাছ মরে ভেসে উঠলো হালদায়

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:১৪ অপরাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে গত দুই দিনে দু’টি কাতলা মাছ মরে ভেসে উঠেছে। আজ মঙ্গলবার(২৬ জুলাই) গড়দুয়ারা নয়া হাট এলাকায় নদীতে ভেসে ওঠা মরা মাছটির ওজন ১২ কেজি ২৬০ গ্রাম।

আগের দিন সোমবার নদীর কাগতিয়া স্লুইস গেট এলাকায় ভেসে ওঠা মরা মাছটির ওজন ছিল ৯ কেজি একশ’ গ্রাম।

হালদা নদী ও মাছ নিয়ে গবেষণা করেন এমন বিশেষজ্ঞদের মতে দু’টিই ব্রুড মাছ। লক্ষণ দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) অধ্যাপক হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া মনে করছেন, বিষক্রিয়ায় মাছ দু’টির মৃত্যু হয়েছে।

আরেকজন গবেষক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রধান ড. শফিকুল ইসলাম মনে করেন দূষণজনিত কারণে মাছের মৃত্যু হয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার সকাল থেকে হালদায় অভিযান পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।

অভিযানে হালদার কচুখাইন পয়েন্ট থেকে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়।

এ প্রসঙ্গে ইউএনও সামাদ বলেন, “নদীর সর্তাঘাট থেকে হালদার মুখ মোহরা কালুরঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে শিশু গণধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সাত মামলায় ২৬ হাজার টাকা জরিমানা