“উনি কেন পালাবেন? দেশে এসে আত্মসমর্পণ করবেন”

দশ বছরের দণ্ড মাথায় নিয়ে ব্যাংককে হাজী সেলিম

আজাদী অনলাইন | সোমবার , ২ মে, ২০২২ at ৮:২৬ অপরাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় দশ বছরের জন্য দণ্ডিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন।

গত শনিবার তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বলে জানিয়ে তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল চিকিৎসা শেষে ৫ মে হাজী সেলিম দেশে ফিরে আসবেন বলে জানান।

বেলাল বলেন, “স্যার চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন। তিনি ট্রিটমেন্ট শেষে ৫ তারিখে দেশে ফিরবেন।”

হাজী সেলিমের পালিয়ে যাওয়ার ব্যাপারে গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “উনি কেন পালাবেন? দেশে এসে তিনি আত্মসমর্পণ করবেন। আইনের প্রতি স্যার শ্রদ্ধাশীল। আত্মসমর্থনের আগে ট্রিটমেন্ট করে নিচ্ছেন।”

২০২১ সালের ৯ মার্চ ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে দুই যুগ আগের একটি মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট।

আজ সোমবার(২ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “হাজী সেলিমের দেশত্যাগের বিষয়ে আমরা কিছুই জানি না। ওনি কীভাবে যেতে পারলেন তা আমাদের প্রশ্ন। উনি একজন সাজাপ্রাপ্ত আসামি, তার যাওয়ার আইনি কোনো সুযোগ নেই। উনার তো আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল।”

হাইকোর্টে আগের দণ্ড বহাল রাখার আদেশের পর হাজী সেলিমের সংসদ সদস্য পদ নিয়েও হুমকি তৈরি হয়।

দুদক-এর করা যে ‘অবৈধভাবে সম্পদ’ অর্জনের মামলায় পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের সাজা হয়েছে সেটি দায়ের করা হয়েছিল ২০০৭ সালের ২৪ অক্টোবর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে। পরের বছর ২৭ এপ্রিল বিশেষ আদালত তাকে দুই ধারায় মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়।

পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে ‘সহযোগিতার’ দায়ে হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকে দণ্ডবিধির ১০৯ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

হাজী সেলিম ও তার স্ত্রী ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি উচ্চ আদালত তাদের সাজা বাতিল করে রায় দেয়। দুদক তখন সর্বোচ্চ আদালতে আপিল করে।

ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাজী সেলিমের আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।

সেই শুনানি শেষে ২০২১ সালের ৯ মার্চ হাইকোর্ট বেঞ্চ একটি ধারায় হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখে এবং অন্য ধারায় ৩ বছরের সাজা থেকে তাকে অব্যাহতি দেয়।

আর আপিল বিচারাধীন থাকা অবস্থায় মারা যাওয়ায় বিচারিক আদালতের রায়ে দণ্ডিত হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমের আপিলটি বাতিল করা হয়।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ব্যবসায়ী হাজী সেলিম আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টমণ্ডলীতে রয়েছেন। বিগত কমিটিতে তিনি সদস্য ছিলেন। তার আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশাওয়াল মাসের চাঁদ দেখা গেছে , কাল ঈদ
পরবর্তী নিবন্ধহালিশহরে বীর মুক্তিযোদ্ধারা পেলেন ঈদ উপহার