বঙ্গোপসাগরের কুতুবদিয়ার কাছে বাংলাদেশী তেলবাহী ট্যাংকার এমটি ওরিয়ন এক্সপ্রেসের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামি কন্টেনারবাহী জাহাজ এমভি হাইয়ান সিটিকে উদ্ধারের পর আজ সকাল থেকে জাহাজটির মেরামত কাজ শুরু হয়েছে।
দেশের শীর্ষস্থানীয় উদ্ধারকারী প্রতিষ্ঠান প্রান্তিক সালভেজ জাহাজটি মেরামত করছে।
১১০৫ টিইইউএস কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে সিংগাপুর যাওয়ার পথে গত ১৪ এপ্রিল সকালে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে একটি কন্টেনার ছিটকে পড়ে। জাহাজটিতে পানি ঢুকে যায়, এতে জাহাজটি সাত ডিগ্রি কাৎ হয়ে যায়। জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়।
বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে প্রান্তিক মেরিন অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে থাকা জাহাজটিকে গত ৪ মে উদ্ধার করে আনে।