ভারতে সেতু ধসে নিহত ৭৮

আজাদী অনলাইন | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:০৭ অপরাহ্ণ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ধসে কমপক্ষে ৭৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মর্বি শহরের মাছু নদীতে ওই ঝুলন্ত সেতুটি ধসে পড়লে অনেকেই ডুবে যায়। আংশিক ডুবন্ত ওই সেতুতে অনেককে ঝুলে থাকতেও দেখা যায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধসে পড়ার সময় সেতুটিতে ৪শয়ের মতো মানুষ ছিল।

দুর্ঘটনাস্থলে কর্তৃপক্ষ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

রাজ্যমন্ত্রী ব্রিজেশ মার্জা ৮০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানান।

মেরামতের পর সেতুটি খুলে দেয়ার মাত্র কয়েকদিন পরই এই দুর্ঘটনা ঘটল।

ব্রিটিশ আমলে তৈরি ৭৫৪ ফুট লম্বা সেতুটি তৈরি করা হয়েছিল উনবিংশ শতাব্দীতে।

কিছু ভিডিওতে দেখা যায় সন্ধ্যার অন্ধকারে স্থানীয়রা পানিতে ডুবন্ত মানুষকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আরেকটি ভিডিওতে পানিতে পড়ে যাওয়া মানুষদের সেতুটির জাল ধরে পানি থেকে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তিন দিনের সফরে তার নিজ রাজ্য গুজরাটে রয়েছেন তিনি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

তিনি আহতদের এবং নিহতদের নিকটাত্মীয়দের জন্য ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মামলার বাদী গ্রেফতার
পরবর্তী নিবন্ধঅবৈধভাবে গাছ কাটতে গিয়ে লোহাগাড়ায় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু