গ্রিসে একটি কার্গো ট্রেন ও একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩২ জন নিহত ও অন্তত ৮৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।
মঙ্গলবার রাতে লারিসা শহরের বাইরে ট্রেন দুটি সংঘর্ষে জড়ায় বলে থেসালি অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে যাচ্ছিল উত্তরের থেসালোনিকি শহরে; আর কার্গো ট্রেনটি উল্টো পথে থেসালোনিকি থেকে যাচ্ছিল লারিসা।
সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
থেসালির গভর্নর কনস্টান্টিনোস আগোরাস্তোস বলেন, “সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনটির প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।”
সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনটির আগুন ধরে যাওয়া প্রথম দু’টি বগি ‘প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’ বলে জানান তিনি।
প্রায় আড়াইশ যাত্রীকে বাসে করে থেসালোনিকিতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এক যাত্রী গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে জানান, নিজের স্যুটকেস দিয়ে জানালা ভেঙে ট্রেন থেকে বের হন তিনি।
কাছাকাছি একটি সেতুতে সরিয়ে নেওয়া এক যুবক বলেন, “পুরো বগিজুড়ে ছিল আতঙ্ক, লোকজন চিৎকার করছিল।”
স্থানীয় টিভি চ্যানেল এসকেএআই-র ফুটেজে ভাঙা জানালাসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত লাইনচ্যুত বগি, গাঢ় ধোঁয়ার পাশাপাশি রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে। আটকে পড়া যাত্রীদের খোঁজে টর্চ হাতে বগির ভেতর থাকা উদ্ধারকর্মীদেরও ফুটেজে দেখানো হয়েছে।
সংঘর্ষের সময় যাত্রীবাহী ট্রেনটিতে সাড়ে তিনশ লোক ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে।
টেলিভিশনে দমকল বিভাগের মুখপাত্র ভাসিলিস ভার্থাকোগিয়ানিস বলেন, “ট্রেনের সংঘর্ষের তীব্রতা বিবেচনায় খুবই কঠিন পরিস্থিতিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।”










