কাতারের রাজধানী দোহার আল বায়েত স্টেডিয়ামে শুরু হয়েছে দা গ্রেটেস্ট শো অন আর্থ-বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান।
জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ধ লক্ষাধিক দর্শক।
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতে ছিল নাচ, গান আর তুলে ধরা হয় কাতারের ঐতিহ্য, সংস্কৃতি।
এরপর মঞ্চে আসেন প্রবীণ মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। বিশ্বকাপের পথ পরিক্রমা সম্পর্কে বলেন তিনি।
এরপর আবার গান শুরু হয়। কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরে আসেন তারা। ছিল ঢাক-ঢোল, হাতে তলোয়ার।
প্রথা মেনে বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে ঢোকেন গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। সঙ্গে এবারের বিশ্বকাপের ম্যাসকট লা’ইব।
এরপরই শুরু হয় সংগীতের তালে তালে কাতারের স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মনোমুগ্ধকর উপস্থাপনা। অনুষ্ঠানপর্ব শুরু হয় মর্গান ফ্রিম্যানের উপস্থাপনায়।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুকও মঞ্চে উঠেন। কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ শোনা যায় তার কণ্ঠে। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রথম কোরিয়ান হিসেবে পারফর্ম করছেন জাংকুক।
তারপর বক্তব্য দেওয়া শুরু করেন কাতারের আমির। আছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও।