গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিহত ২

বেতন বাড়ানোর দাবি

আজাদী অনলাইন | সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ১১:২৮ অপরাহ্ণ

বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভ চলাকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩২) বলে জানা গেছে।

সোমবার বিকাল সোয়া ৫টার দিকে ওই এলাকার এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় অগ্নিকাণ্ড এবং নিহত হওয়ার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি আফিসার রাশেদ বিন খালিদ।

এ ঘটনার আগে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মধ্যে বিকাল ৩টার দিকে একই এলাকায় অবস্থিত যমুনা গ্রুপের একটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এদিন এর আগে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের বিক্ষোভের সময় বাসন এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাসেল হাওলাদার (২৬) নামে আরেক শ্রমিক নিহত হন। তিনি ওই এলাকায় অবস্থিত ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের ইলেক্ট্রিশিয়ান ছিলেন।

কোনাবাড়িতে কারখানায় আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কিছুক্ষণের মধ্যে গুদামের আগুন নিয়ন্ত্রণে আনলেও এবিএম কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে। পরে কারখানাটির ভেতরে একজনের মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খাঁন বলেন, “বিকালে কারখানাটিতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, আগুনে নিহত ব্যক্তি ৩২ বছর বয়সী কারখানার শ্রমিক ইমরান হোসেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার ডুমবাড়িয়া এলাকায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বেতন বাড়ানোর দাবিতে সকাল থেকেই কোনাবাড়ি ও আশপাশের এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনরত শ্রমিকরা।

এদিন আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষ হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকালের দিকে একজন শ্রমিক মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা আশপাশে ভাঙচুর চালায়।

প্রতক্ষ্যদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা সোমবার বিকাল সোয়া ৫টার দিকে বিক্ষোভ করে এবিএম ফ্যাশন নামের কারখানারটি গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, “বিক্ষুব্ধরা গাজীপুরের কাশিমপুর মিনি ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করে।”

তিনি বলেন, “আন্দোলনরত শ্রমিকরা প্রথমে যমুনা ফ্যাশনে আগুন দেয়। পরে সেটা নিয়ন্ত্রণ করা হয়। এর পরপরই বিক্ষুব্ধ শ্রমিকদের স্থানীয় এবিএম কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিসের স্টেশনের কয়েকটি ইউনিটের কর্মীরা সেখানে যান।”

পূর্ববর্তী নিবন্ধসাবেক দুদক কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, এবার বাদীর বিরুদ্ধে আদালতের মামলা
পরবর্তী নিবন্ধগরীবুল্লাহ শাহ মাজার এলাকা-গাজীপুরে গাড়িতে আগুন