গাজার হাসপাতালে হামলায় কয়েকশ নিহত

আজাদী অনলাইন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১:৪৭ পূর্বাহ্ণ

হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অবরুদ্ধ গাজা শহরের একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কয়েকশ’ মানুষের মৃত্যু হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান আল জাজিরা টেলিভিশনকে বলেছেন, মঙ্গলবার আল-আহলি আল-আরাবি হাসপাতালে ওই হামলায় তিনশয়ের বেশি মানুষ নিহত হয়েছেন।

আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা অন্তত ৫০০।

অপরদিকে, ইসরায়েল এ হামলার কথা অস্বীকার করে বলেছে, হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্র থেকেই এ মৃত্যুগুলোর ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এর আগে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর দেয় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ। গত কয়েক দিনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই স্কুল ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।

হাসপাতালে বিমান হামলায় যারা নিহত হয়েছে তাদের অধিকাংশও গাজার বাস্তুচ্যুত বাসিন্দা। নিরাপত্তার আশায় তারা হাসপাতালের একটি হল এবং বাইরের মাঠে আশ্রয় নিয়েছিল।

পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে ওই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আর গাজায় হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যায়িত করেছেন।

এক বিবৃতিতে হামাস বলেছে, “শত শত অসুস্থ ও আহত মানুষ ছিল ওই হাসপাতালে। ঘরহারা অনেক মানুষও সেখানে আশ্রয় নিয়েছিল। এখনও শত শত মানুষ হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যাংলিকান চার্চ পরিচালিত আল-আহলি আল-আরাবি হাসপাতালের যে ছবি তারা পেয়েছে, সেখানে দেখা গেছে ভয়াবহ এক পরিস্থিতি।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাসপাতাল ভবনে আগুন জ্বলছিল। তার মধ্যেই রক্তাক্ত ও আহত অবস্থায় অনেককে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছিল।

হাসপাতালের বাইরে রাস্তার ওপরও লাশ আর ভাঙাচোরা যানবাহন ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

ওই হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক বিবিসিকে বলেছেন, প্রায় চার হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল। বিমান হামলার পর হাসপাতালের ৮০ শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং কয়েকশ’ মানুষ হতহাহত হয়েছে বলে তার ধারণা।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন বলে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে তিন দিক থেকে ইসরায়েলের দক্ষিণ অংশে ঢুকে পড়ে। তাদের হামলায় অন্তত ১,৩০০ ইসরায়েলি নিহত হয়। হামাস যোদ্ধারা ধরে নিয়ে গিয়ে জিম্মি করে আরও দেড়শ’ জনকে।

পাল্টা জবাবে ইসরায়েল গাজায় হামাসের সামরিক শাখা এবং অবকাঠামোতে জোর বিমান হামলা শুরু করে, শুরু হয় সর্বাত্মক অবরোধ।

গত ১১ দিনে ইসরায়েলের বোমা হামলায় প্রায় তিন হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত হয়েছে অন্তত সাড়ে ১২ হাজার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা