বাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করল ফিফা

আজাদী অনলাইন | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৮:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে বিধি ভঙ্গের দায়ে দুই বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে ফিফা। নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র স্বাধীন এথিকস কমিটির এই সিদ্ধান্ত শুক্রবার বিবৃতি দিয়ে জানানো হয়। সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করেছে ফিফা।

ফিফার ফাণ্ডের অপব্যবহারের কারণে সোহাগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ফিফার বিবৃতিতে জানানো হয়। সেখানে বলা হয়, বাফুফেকে দেওয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভুয়া কাগজপত্র দাখিল করা হয়েছে।

ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফে’র দেওয়া তথ্য পর্যালোচনা করে ফিফা’র তদন্তে এবং শুনানিতে গলদ ধরা পড়েছে।

সবশেষ গত ফেব্রুয়ারিতে ফিফা’র সদর দপ্তরে ডাক পড়েছিল সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন কর্মকর্তার।

এর বেশ কিছুদিন আগে ফিফা বাফুফেতে তাদের প্রতিনিধি বসিয়ে অডিট প্রতিবেদনগুলো তদন্ত করছিল। সেই তদন্ত করতে গিয়ে ফিফা’র ফান্ডের ব্যয়ের হিসাবে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছিল ফিফা। এ কারণেই ফেব্রুয়ারিতে ডাক পড়েছিল তাদের।

যদিও ওই বিষয়গুলো নিয়ে সব সময় বাফুফের কর্মকর্তারা বলে থাকেন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ফিফা’র ‘নিয়মমাফিক’ কার্যক্রমের অংশ হিসেবে ডাক পড়ে তাদের কিন্তু এবার সত্যিটি বেরিয়ে এলো।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যসহ নিহত ২
পরবর্তী নিবন্ধসরকার নিজেদের মাঠে নিজেরাই খেলা করছে