ফটিকছড়ির খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ কাউসার (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার(১ জুলাই) বিকেলে ফটিকছড়ি পৌরসভার ধুরুং খালের অংশে এ ঘটনা ঘটে।
কাউসার পৌরসভার ৮নং ওয়ার্ড সিরাজুল হক মুন্সির বাড়ির মোহাম্মদ খালেদের পুত্র।
প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ নামের এক কিশোর জানায়, খালে লাফ দিয়ে আর উঠতে পারছিল না কাউসার। সে তোলার জন্য অনেক চেষ্টা করে তুলতে না পেরে স্থানীয়দের বিষয়টি জানাতে গেলে কাউসার নিখোঁজ হয়ে যায়।
চট্টগ্রামের একটি ডুবুরি দল ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস যৌথভাবে সাড়ে ৩ ঘণ্টার উদ্ধার অভিযানে ডুবে যাওয়ার পর একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে।