ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম(১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে নাজিরহাট পৌরসভার বারৈয়ারহাট আনন্দ ক্লাবের বিপরীতে জনৈক বেলাল উদ্দিনের মেটাল ওয়ার্ক্স স্টিল কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলামের বাড়ি উপজেলার দাঁতমারা ইউপি’র শান্তিরহাট এলাকায়। তবে সে মায়ের সাথে কর্মস্থলের পাশে ভাড়া বাসায় থাকত।
কারখানাটির স্বত্বাধিকারী বাবুল জানান, নিহত নুরুল ইসলামসহ অন্যান্য কর্মচারীরা একসাথে কাজ করছিল। এমন সময় একটি ড্রিল মেশিন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় নুরুল ইসলাম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।