ফটিকছড়িতে বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় সোনিয়া আকতার নামে এক এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থী হেয়াকোঁ বনানী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে ভুজপুর থানার হেয়াকোঁ বনানী কলেজের সামনে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ জানান, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে রাস্তা পারাপারের সময় রামগড় থেকে আসা বেপরোয়া গতির প্রাইভেট কারটি সজোরে ধাক্কা দিলে শিক্ষার্থী সোনিয়া রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। কলেজের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধাওয়া করে পুলিশ ও জনতার সহায়তায় নুরুন্নবী নামে এক যাত্রীসহ প্রাইভেট কারটি আটক করে। এসময় প্রাইভেট কারের চালক রুবেল পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রাইভেট কারটি ভাঙচুর করে এবং ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক ও হেয়াকোঁ-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ভুজপুর থানা ও দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে। আটক যাত্রী নুরুন্নবীকে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নুরুন্নবী রামগড় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
এদিকে, আহত শিক্ষার্থী সোনিয়া আকতারকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, এ সড়কটিতে প্রায় সময় দুর্ঘটনা ঘটলেও কলেজ কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। শিক্ষার্থীরা নিরাপদ যাতায়াতের জন্য সড়কটিতে ফুটওভার ব্রিজ স্থাপনের দাবি জানান।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজের হোসাইন বলেন, “বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় সোনিয়া আকতার নামের এক কলেজ ছাত্রী আহত হয়েছে। শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নিয়েছিল। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাইভেট কারটি একজন যাত্রীসহ আমরা জনতার সহায়তায় আটক করতে সক্ষম হয়েছি।”