ফটিকছড়ির পাইন্দং-এ চায়ের দোকানে জুয়া খেলার সময় বাধা দেয়ায় এক প্রবাসীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে চা দোকানদার মো. খলিল(৩০)-এর বিরুদ্ধে।
ওই প্রবাসীর নাম এনামুল হক (৪৫) বলে জানা গেছে।
আজ সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বকসুর ঘাটায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত এনামুল হকের সাথে তাস খেলা নিয়ে মোহাম্মদ হোছেনের কথা কাটাকাটি হচ্ছিল। এমন সময় দোকানদার খলিল বাইরে বের হয়ে হঠাৎ ছোট একটি ছুরি দিয়ে এনামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে আহত অবস্থায় প্রবাসী এনামকে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ দোকানে সব সময় জুয়া চলে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালও হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত খলিলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”