ফটিকছড়ি পৌর নির্বাচনে ৪০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ১০:২৬ অপরাহ্ণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) শেষ দিনে উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মেয়র পদে ৩ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তাদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী একজন এবং স্বতন্ত্র পদে দুইজন মেয়র পদে মনোনয়ন জমা দেন। তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ইসমাইল হোসেন, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ও কামাল পাশা চৌধুরী।

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিচ্ছেন

বৃহস্পতিবার বিকালে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, প্রার্থী বাছাই হবে আগামী ১০ অক্টোবর, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ও নির্বাচন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। এই পৌর নির্বাচনে ভোটার সংখ্যা ৩৬ হাজার ২শ’ ৪৬ জন।

পূর্ববর্তী নিবন্ধকৈবল্যধামে ট্রেনে পাথর নিক্ষেপে আহত দুই চালক
পরবর্তী নিবন্ধআগে সার্ভারের নিয়ন্ত্রণ চান ইভ্যালির শামীমা