ফটিকছড়িতে সাদিয়া আকতার(১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের জুবলী স্কুল ব্র্যাক ব্যাংক সংলগ্ন শাহ আলম কন্ট্রাকটার বাড়ি এলাকার একটি ভাড়া বাসার জানালার গ্রিলের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছে।
নিহত সাদিয়ার বাড়ি সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি পয়ার তালুকদার বাড়িতে।
জানা যায়, এ বছরের ১ জানুয়ারি একই ইউনিয়নের শোভনছড়ি গ্রামের কেরাছড়ি এলাকার মাইক্রোবাস চালক মো. বেলাল উদ্দীনকে প্রেম করে বিয়ে করেন সাদিয়া। পরে তারা ফটিকছড়ি পৌরসভার ওই বাসায় ভাড়ায় থাকতেন। বিয়ের পর থেকে নানা বিষয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।ঘটনার দিনও নিহত সাদিয়ার মা মেয়েকে দেখতে আসেন। বিকালে তিনি বাড়ি ফেরত যান।
নিহতের ভাই মো. সবুজ তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল বলেন, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”