ফটিকছড়িতে ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৩ জুলাই, ২০২২ at ৮:২০ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলার ১৩নং লেলাং ইউনিয়নে গোপাল ঘাটা গ্রামে ডোবার পানিতে ডুবে ওমর ফারুক(৯) ও উম্মে হাবিবা(৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার(১৩ জুলাই) দুপুরে উপজেলার লেলাং ইউনিয়নের দক্ষিণ গোপালঘাটা গ্রামের কচুয়ার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই-বোন, স্থানীয় মোল্লার টিলা এলাকার লোকমানের সন্তান।

স্থানীয়রা জানান, বাড়ির অদূরে বিলে দুই ভাই-বোনকে গরু চড়াতে দিয়ে তাদের বাবা লোকমান অন্যত্র কাজে চলে যায়। পরে তিনি এসে দেখতে পান তারা সেখানে নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিলের একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান তিনি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন জানান, ফারুক ও হাবিবা কিপাইতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসার ৩য় ও ২য় শ্রেণির শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কম্পিউটার দোকানের মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার