ফটিকছড়িতে ১০ বছরের বৌদ্ধ শ্রামণের রহস্যজনক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৫৩ অপরাহ্ণ

ফটিকছড়ির আব্দুল্লাহপুরে ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে থুইচিংমং মারমা(১০) নামের এক শ্রামণের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তার ধর্মীয় নাম উপানন্দ শ্রামণ। তার বাড়ি রাঙামাটির কাউখালি উপজেলায়।

জানা যায়, আজ মঙ্গলবার(৫ জুলাই) সকালে বিহারের একটি কক্ষে থুইচিংমংয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় বিহারের উপাধ্যক্ষ উত্তমানন্দ ভিক্ষু।

তিনি ঘটনা কাউকে না জানিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে পরে অন্যান্যদের খবর দেন। বলা হয় স্বাভাবিক মৃত্যুর কথা।

পরে শ্রামণকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তারা চিকিৎসা দিতে অপারগতা জানান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ফটিকছড়ি থানা পুলিশ।

আব্দুল্লাপুর ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ সুমনাতিষ্য মহাস্থবিরকে এ নিয়ে ফোন করা হলে তিনি এ বিষয়ে পরে জানানো হবে বলে ফোন কেটে দেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মাসুদ বলেন, “আবদুল্লাহপুর বৌদ্ধ বিহার থেকে ১০ বছর বয়সী এক আদিবাসী শ্রামণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধইভ্যালির সাবেক এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৫ জনকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা