ফটিকছড়িতে সাঁতরে নদী পার হতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১০ আগস্ট, ২০২২ at ৮:৪৯ অপরাহ্ণ

ফটিকছড়িতে পানিতে ডুবে মামুনুর রশিদ(৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার(১০ আগস্ট) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব সুয়াবিল হালদা নদীর নাছির মোহাম্মদ ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত মামুন নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের তমিজ উদ্দীন মুন্সির বাড়ির মৃত আহম্মদ মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নদীতে হাত জাল দিয়ে মাছ ধরতে যান মামুন। মাছ ধরা শেষে সাঁতার কেটে নদীর এ পাড় হতে ও পাড়ে যাওয়ার সময় মধ্যখানে ডুবে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং দাফন সম্পন্ন করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হেফজখানার ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পা‌নি‌তে ডুবে শিশুর মৃত্যু