ফটিকছড়িতে বেয়াই বাড়িতে দাওয়াতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আব্দুল মতিন (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. জসিম।
আজ শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে গহিরা-হেঁয়াকো সড়কের দাঁতমারা ইউনিয়নের নন্দীর স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আব্দুল মতিন নারায়ণহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড চাঁনপুর হাজির বাড়ির মো. ইসহাকের ছেলে এবং নারায়ণহাট বাজারের মতিন বেকারির স্বত্বাধিকারী।
অন্যদিকে, আহত মোটরসাইকেল চালক জসিম একই গ্রামের বাসিন্দা। সম্পর্কে নিহতের আপন মামাতো ভাই।
নিহতের স্বজন শহিদুল ইসলাম বলেন, “মতিনের ভাতিজিকে পাশের এলাকা শান্তিরহাটে বিয়ে দেয়া হয়। আজকে সেখানে নতুন দাওয়াত (বেয়াই ভাতা) খেতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এটি আমরা মেনে নিতে পারছি না।”
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আলতাব উদ্দিন বলেন, “ব্যবসায়ী মতিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অক্সিজেন এলাকায় গেলে তার মৃত্যু হয়। দুর্ঘটনাটিতে মোটরসাইকেল চালক মো. জসিম মাথায় আঘাত পান।”