ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৮:২৭ অপরাহ্ণ

ফটিকছড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের দাঁতমারা ইউনিয়নের মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দাঁতমারা ইউপির ৪নং ওয়ার্ড চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের পুত্র সাহাবুদ্দিন (২০) ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. মো. গালিব।

তিনি বলেন, “বেলা সাড়ে ১১টার দিকে দু’জনকে উদ্ধার করে নিয়ে আসা হলে তাদের মধ্যে দৌলত খানকে মৃত পাই। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় সাহাব উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারী গেলে তিনিও মারা যান৷ পরে আমরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করি। দু’জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশকে মরদেহ দু’টি বুঝিয়ে দেওয়া হচ্ছে।”

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, “খবর পেয়ে পুলিশ দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রামগড়গামী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আওয়ামী লীগ সভাপতিসহ ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কৃষি জমির টপসয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা