ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে শামসুন্নাহার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের মেয়ে মিশু আক্তার (২৫)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভাধীন কে এম টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শামসুন্নাহার ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকার নুরুছাফার স্ত্রী ও পাঁচ সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিবিরহাট বাজার থেকে কেনাকাটা করে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। তারা কে এম টেক এলাকায় পৌঁছালে খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে ছিটকে পড়ে যান।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুন্নাহারকে মৃত্যু ঘোষণা করে। একই ঘটনায় গুরুতর আহত মিশু আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মুন্না পাল জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের মেয়ে মিশুকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।