ফটিকছড়িতে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে চট্টগ্রামের র্যাব-৭। তাছাড়া এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, অপহৃত নাবালিকা ভিকটিম ৭ম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রী। তার বাবা একজন প্রবাসী। সে স্কুলে আসা-যাওয়ার পথে মো. ওসমান নামের এক যুবক প্রায়ই তাকে উত্যক্ত করত।
এ ব্যাপারে ভিকটিমের মা স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন ওসমানকে ভিকটিমকে উত্যক্ত করতে নিষেধ করে। স্থানীয় লোকজন তাকে উত্যক্ত করতে নিষেধ করায় ওসমান আরো ক্ষিপ্ত হয়ে তার অপর দুই সহযোগী কিশোর দে(২০) এবং বিষু দাস(২১) ও অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় গত ২৫ মার্চ রাতে ভিকটিমের বসতঘর হতে তাকে অপহরণ করে মোটরসাইকেল যোগে নিয়ে যায়।
এ ঘটনায় গত ১ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে ভুজপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা পেয়ে র্যাব-৭ চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে
ভুজপুরের ইদিলপুরের মৃত জাফর আহাম্মদ প্রকাশ জাফর বলির ছেলে ১নং আসামি মো. ওসমান (২২) এবং ২নং আসামি ভুজপুরের ইদিলপুরের রঞ্জিত দে প্রকাশ বোবা রঞ্জিতের ছেলে কিশোর দে(২০)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভুজপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া অব্যাহত আছে।