নকল হারপিক-ভিম তৈরি করায় কারাদণ্ড

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৮:৩৩ অপরাহ্ণ

নকল হারপিক ও ভিম লিকুইডের কারখানায় অভিযান পরিচালনা করে কারখানা মালিককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কারাদণ্ডপ্রাপ্ত এ কারখানা মালিকের নাম আব্দুর রহমান।

আজ রবিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে নগরীর বহদ্দারহাটের শামসু কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, “বহদ্দারহাটের শামসু কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল হারপিক ও ভিম লিকুইড তৈরির সময় আব্দুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ বোতল নকল হারপিক, ২০০ বোতল নকল ভিম লিকুইড এবং প্রচুর পরিমাণে রাসায়নিক উপাদান জব্দ করা হয়।”

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আব্দুর রহমান ৬ মাস ধরে এসব নকল পণ্য তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরকারহ করে আসছেন বলে স্বীকার করেন। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তৎক্ষণাৎ ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপরকীয়ার জেরে বাবুল টাকা দিয়ে মিতুকে খুন করিয়েছে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৫ আসামী গ্রেফতার