সাতকানিয়ায় মাদ্রসাছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে নাছির উদ্দীন(২০) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত নাছির কক্সবাজারের রামুর গর্জনিয়া এলাকার শামসুল আলমের ছেলে।
আজ বুধবার(২৭ জুলাই) বিকেল ৩টার দিকে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা এ আদেশ দেন।
তিনি বলেন, “মাদ্রাসাছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় নাছির উদ্দীন নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”