ইভটিজিং করে জেলে গেল যুবক

আজাদী অনলাইন | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৮:০৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় মাদ্রসাছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে নাছির উদ্দীন(২০) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নাছির কক্সবাজারের রামুর গর্জনিয়া এলাকার শামসুল আলমের ছেলে।

আজ বুধবার(২৭ জুলাই) বিকেল ৩টার দিকে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা এ আদেশ দেন।

তিনি বলেন, “মাদ্রাসাছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় নাছির উদ্দীন নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার