চতুর্থ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১০:২৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটে যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুকুমার সূত্রধর।

আজ মঙ্গলবার(৭ জুন) দুপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার পর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা।

জানা যায়, উপজেলার পুরানগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনেয়াবাদ এলাকার সুনীল সূত্রধরের পুত্র সুকুমার সূত্রধর পুরানগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনেয়াবাদ এলাকায় রাইজিং স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে কিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। প্রতিদিনের মতো আজও সিএনজিচালিতে অটোরিকশায় করে ইভটিজিং করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বখাটে সুকুমারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা বলেন, “চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ডবিধির ১৮৬০ মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহৃত স্থানীয় যুবক উদ্ধার, দুই রোহিঙ্গা আটক