এস্তোনিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সংগঠন ‘বাংলাদেশীজ ইন এস্তোনিয়া এমটিইউ’ বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে প্রকাশ করেছে ‘বিজয়ধ্বনি’ স্মারকগ্রন্থের ৩য় সংস্করণ।
এস্তোনিয়ার রাজধানী তালিনে গত ২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ‘বিজয়ধ্বনি’-এর ৩য় সংস্করণের মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসের(এস্তোনিয়ায় সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) চার্জ দ্য এফেয়ার্স মুহাম্মদ সাকিব সাদাকাত।
অনুষ্ঠানে বাংলাদেশীজ ইন এস্তোনিয়া এমটিইউ-এর অফিশিয়াল লোগো উন্মুক্ত করেন আশফাক রহমান, মনিরুজ্জামান মনির ও মো. হাফিজুর রহমান।
শান্তনুর উপস্থাপনায় এবং আদিল, সাইফ, মুজাহিদ, হাসিব ও ফারহানের সহযোগিতায় অনুষ্ঠানে গিটার বাজিয়ে দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন ফারহান। কবিতা আবৃত্তি করেন শিশু শিল্পী নামিরাহ আমিন ও হালিমা পুতুল।
দলীয় সঙ্গীত পরিবেশন করেন রায়হানা সুলতানা, তাসনীম ফারহান, আরা খান, পৌলমী দাস, ফারহান, খাদিজা বিনতে কালাম, কামরুন্নাহার সুলতানা অপি, ফয়সাল খান, আজাদ হুসেন, সেজুতী তাসনীম ত্রয়ী, রাশেদ, আহমেদ হাসিব, হামিদ নাসরিন, শাহ মিনুল আমিন, হাফিজুর রহমান, আশফাক রহমান। মুক্তিযুদ্ধভিত্তিক নারী ফটোগ্রাফারের তথ্য উপস্থাপন করেন স্বরূপ।
বিজয়ধ্বনিতে আছে এস্তোনিয়ায় বসবাসরত বাংলাদেশীদের লেখা, শিশুদের ছড়া-কবিতা, চিত্রাঙ্কন ইত্যাদি।
২০১৯ সালে সর্বপ্রথম প্রকাশিত ‘বিজয়ধ্বনি’ ছিল এস্তোনিয়ায় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মুদ্রণ।