বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ২৭ জুন, ২০২২ at ২:৩৭ অপরাহ্ণ

জাহাজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইঞ্জিন মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম মো. ইমাম হোসেন(২৮) বলে জানা গেছে।

জানা যায়, আজ সোমবার(২৭ জুন) সদরঘাট থানাধীন বারেক বিল্ডিং বাংলাবাজার জাহাজ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, “ওটি পলিকন পার্লস নামের জাহাজে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় ইমাম হোসেন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত ইমাম হোসেন পেশায় ইঞ্জিন মিস্ত্রি ছিলেন। তিনি ফটিকছড়ির রহমতপুর গ্রামের মো. ইউনুস ভাণ্ডারির ছেলে।

পূর্ববর্তী নিবন্ধকীসের পদত্যাগ, আরও এক যুগ ক্ষমতায় থাকতে চান জনসন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানা