কোরবানির পর চলছে বর্জ্য অপসারণের কাজ

আজাদী অনলাইন | রবিবার , ১০ জুলাই, ২০২২ at ১:৪৬ অপরাহ্ণ

সকালে ঈদের নামাজ আদায় শেষ করে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা।

আজ রবিবার(১০ জুলাই) পবিত্র ঈদুল আযহার দিন সকাল থেকে পশু জবাই করতে ব্যস্ত সময় পার করেন তারা।

তারা পশু কোরবানি দিয়েছেন বাড়ির সামনে, রাস্তায়, গাড়ির গ্যারেজ, ভবনের ছাদে এবং কেউ কেউ খোলা মাঠে।

অনেকে পশু কোরবানি করবেন ঈদের দ্বিতীয় দিনও।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চোধুরী বলেন, নগরকে ৭ ঘণ্টার মধ্যে বর্জ্যমুক্ত করতে চাই।

এজন্য ৪১টি ওয়ার্ডকে ৬ জোনে বিভক্ত করা হয়েছে। ৫ হাজার সেবক কাজ করছে সকাল থেকে। বর্জ্য পরিবহনে রয়েছে ৩৪৫টি গাড়ি। কনজারভেন্সি বিভাগ, প্রকৌশল বিভাগ, ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।

মেয়র বলেন, অলি-গলিতে যাতে বর্জ্য ও নাড়িভুড়ি পড়ে না থাকে সেজন্য বড় বড় পলিথিন সরবরাহ করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। এছাড়া চসিকের কন্ট্রোল রুম খোলা হয়েছে। নগরবাসী অসুবিধার কথা ফোনে জানালে সেখানে সেবকরা গিয়ে দ্রুত বর্জ্য অপসারণের কাজ করবে। আশা করছি, দুপুর ২টার মধ্যে বর্জ্য অপসারণ করা যাবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কুকুরের কামড়ে আহত ৩৫
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা