নগরীর জিইসি পেনিনসুলায় ঈদ এক্সট্রা ভ্যাগেনজা ২০২৩ মেলার শেষ হয়েছে শনিবার (৪ মার্চ)।
গত ২রা মার্চ (বৃহস্পতিবার) পেনিনসুলায় ৩ দিনব্যাপী এ মেলা শুরু হয় ৭ম বারের মতো।
মেলায় ৩৬টি প্রধান স্টল থাকলেও ছোট ছোট ৩টি ছিল মেহেদীর। এছাড়াও ঢাকা থেকে অংশ নিয়েছে ৩টি প্রতিষ্ঠান।
হালিশহর থেকে আসা কাজি মিথিলা জানান, এক ছাদের নিচে মেয়েদের সব কালেকশন সত্যিই খুব ভাল লাগছে। যদি কোন বড় শপিং সেন্টারে যাই তাহলে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে দৌঁড়াতে হয় যা খুবই বোরিং। তাই আমি মনে করি ছোট্ট পরিসরের এই আয়োজনটা বেস্ট।
মেলা প্রসঙ্গে জানতে চাইলে আয়োজক প্রতিষ্ঠান অনলাইন গ্রুপ ‘মেক-আপ শেক-আপ’ এর স্বত্বাধিকারী জুহি চৌধুরী বলেন, আমরা ৭ম বারের মতো এই আয়োজন করছি। আগের বছরগুলোতে মেলার আয়োজন করে আমাদের খুব ভালো অভিজ্ঞতা ছিল। এবারে খুব সাড়া পেয়েছি। শুক্রবার দর্শনার্থী ছিল প্রচুর।
অপর আয়োজক লামোর ইভেন্ট প্লানারের সাদ শাহরিয়ার জানান, এবারের মেলায় গুণগত মানসম্পন্ন অনেক পণ্য নিয়ে এসেছেন উদ্যোক্তারা। দেশীয় পণ্যকে প্রমোট করার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করে তোলাটাই আমাদের উদ্দেশ্য ছিল।
তিনদিনের এ মেলায় প্রতিদিন ফ্রি মেহেদী উৎসব, ফ্রি ফুড ভাউচার, স্টাইলিং, ফটোবুথে ফ্রি ফটোশুট, নারীদের ফিটনেস কনসালটেন্সি, র্যাফল ড্রসহ আরও নানা আয়োজন ছিল।
মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি এইচ পি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আকতার পারভেজ এবং চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ডিরেক্টর অহিদ সিরাজ চৌধুরী (স্বপন)