আমদানির অনুমতি দেওয়ার ৪৯ দিনের মাথায় দেশে এসেছে ডিমের প্রথম চালান।
দেশে সরকার নির্ধারিত দর ১২ টাকাতেও ডিম পাওয়া না গেলেও শুল্কসহ ভারত থেকে আসা ডিমের দাম পড়েছে ৭ টাকা ৯ পয়সা।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসে ৬২ হাজার ডিমের প্রথম চালানটি।
এই ডিম নিয়ে এসেছে রিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান যাদেরকে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল গত ২১ সেপ্টেম্বর।
গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় ফার্মের ডিমের সর্বোচ্চ খুচরা দর ১২ টাকা ঠিক করে দেওয়ার তিন দিন পর গত ১৭ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেওয়া শুরু করে মন্ত্রণালয়। তবে প্রথম যাদের আমদানির অনুমোদন দেওয়া হয় তারা এখনও ডিম আনেনি।
এখন পর্যন্ত ১৫টি কোম্পানিকে ১৫ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানটি আনতে পারবে এক কোটি ডিম।
এই খবরে কিছুদিন বাজারে ডিমের দাম কমলেও পরে নানা জটিলতায় আমদানিতে বিলম্বের কারণে আবার দাম বেড়ে যায়।
বেনাপোল শুল্ক ভবনের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলি মোল্লা সাংবাদিকদের বলেন, “রবিবার সন্ধ্যার পর ডিমের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এর আমদানি মূল্য ৩ লাখ ২৮ হাজার ২২০ টাকা।”
রিপা এন্টারপ্রাইজের প্রোপাইটর শেখ আল মামুন আহমেদ বলেন, “বন্দর পর্যন্ত প্রতিটি ডিমের আমদানি খরচ পড়েছে ৫ টাকা ২৯ পয়সা। প্রতিটি ডিমের জন্য শুল্ক গুনতে হয়েছে ১ টাকা ৮০ পয়সা। ফলে বন্দর পার হওয়ার পর ডিমের দাম দাঁড়াচ্ছে প্রতিটি ৭ টাকা ৯ পয়সা।”
বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “বন্দরের সিএন্ডএফ এজেন্ট এম ই এন্টারপ্রাইজ পণ্য চালানটি ছাড় করানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে জমা দিয়েছে।”