শিক্ষা প্রতিষ্ঠানে পরতে হবে মাস্ক

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১০:৫৮ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মহামারীর মধ্যে ঘরের বাইরে মাস্ক পরে থাকার সরকারি নির্দেশনা বলবৎ থাকলেও আজ বৃহস্পতিবার(২৩ জুন) অধিদপ্তর থেকে এই অফিস আদেশ দেয়া হলো।

আদেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫৪৩ দিন বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হয় স্বাস্থ্যবিধি মেনে।

তখন সংক্রমণ কমে এসেছিল, আর ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকাও দেওয়া হয়েছিল।

তারপর দেশে সংক্রমণের গতি আরও কমে আসায় জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এলেও এখন আবার তা বাড়তে শুরু করেছে।

গত একদিনে ১ হাজার ৩১৯ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে যা ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রয়েছে: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে অপহৃত দুই শিক্ষক বিজিপির কাছে হস্তান্তর