ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপলাইনের আগুন নিয়ন্ত্রণে

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ১২:৪৩ অপরাহ্ণ

দেশের বৃহৎ তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপ লাইনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হলেও কীভাবে এ আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ জানান, দুপুর পৌনে একটায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছে। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

আগুনের সঠিক উৎস জানা যায়নি উল্লেখ করে তিনি আরও জানান, বড় কোন ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভিতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, পাইপলাইনে আগুন লাগার খবর পেয়েই আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে জাহাজডুবি : আরও ২ জনের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ“জব্বারের বলি খেলায় এর চেয়ে বেশি মানুষ হয়”