‘দোহাজারী সড়ক বিভাগের’ নাম পরিবর্তনের প্রতিবাদে এবং নাম পুনর্বহালের দাবিতে দোহাজারী নাগরিক কমিটির ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয় আজ মঙ্গলবার (২ মে) বিকেলে।
চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী পৌরসদর ও দোহাজারী সড়ক বিভাগের সামনে পৃথক এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসেবে স্বীকৃত দোহাজারী। যুগ যুগ ধরে দোহাজারীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়ে আসছে। তারই বহিঃপ্রকাশ দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন। যড়যন্ত্রকারীরা শুধু নাম পরিবর্তনই নয় দোহাজারী সড়ক বিভাগকে অন্যত্র স্থানান্তরের পথ পরিষ্কার করেছে। মুক্তিযুদ্ধ ও মোগল আমলের অনেক স্মৃতি বিজড়িত দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন কোনোভাবেই মেনে নিবে না দোহাজারী ও কালিয়াইশবাসী। আন্দোলনের মাধ্যমে দোহাজারী সড়ক বিভাগের নাম পুনর্বহাল করা হবে। দাবি মানা না হলে প্রয়োজনে মহাসড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নাগরিক কমিটির সহ-সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, উপজেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য নবাব আলী, সাংবাদিক এসএম নাসির উদ্দিন বাবলু, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, যুবলীগ নেতা মো. লোকমান হাকিম, মনছুর আলী ফয়সাল, ফয়েজ আহমদ টিপু, ওসমান আলী ভুট্টো, আপিল উদ্দীন আহমেদ, ওবাইদুল আকবর টুটুল, ওবাইদুর রহমান বাহাদুর, জামাল উদ্দীন মেম্বার, শাহ আলম মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, কলিম উদ্দীন, একেএম বাদশা মিয়া, সিরাজুল ইসলাম, হেলাল মাহামুদ, বোরহান উদ্দীন রব্বানী, মাও. মোস্তফা, মো. আলমগীর, নাজিম উদ্দীন, মুন্সি আবদুর রব সৌরভ, কামরুল হাসান মিন্টু, এসএম রবিন, ইরফান আহমদ জাসু, জাহাঙ্গীর আলম, ডা. নোমান রেজভী, মো. আবু বক্কর প্রমুখ। মানববন্ধন পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে দোহাজারী সড়ক বিভাগ পর্যন্ত প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সওজ গেজেটেড সংস্থাপন শাখার উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন চট্টগ্রাম সড়ক জোনের ‘দোহাজারী সড়ক বিভাগ’-এর নাম পরিবর্তন করে ‘চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ’ নামকরণ করা হয়। বিষয়টি প্রকাশ পাওয়ার পর নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে উঠে দোহাজারীসহ আশেপাশের মানুষ।