হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নোমান বেগ

দোহাজারী পৌরসভা নির্বাচন

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ৮:২৩ অপরাহ্ণ

দোহাজারী পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ হাইকোর্টে রিভিউ পিটিশনের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) হাইকোর্ট বিভাগে দায়ের করা রিভিউ পিটিশন শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান বেগ।

আগামী ১৭ জুলাই চন্দনাইশ উপজেলার নব-গঠিত দোহাজারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয় প্রশাসনিক সংস্কার কমিটি (নিকার)’র সভায় অনুমোদন দিয়ে দোহাজারী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে সরকারি গেজেট বা পরিপত্র জারি করা হয়। দীর্ঘ ৬ বছর পর গত ৩১ মে দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

গত ১৯ জুন দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মনোনয়নপত্র বাছাইকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগের হলফনামায় তথ্য গোপন করার কারণে মনোনয়পত্র বাতিল করা হয়।

নির্দিষ্ট সময়ের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী নোমান বেগ আপিল অথরিটি ও চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে আপিল দায়ের করেন।

গত ২৪ জুন আপিল শুনানি শেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী নোমান বেগের আপিল নামঞ্জুর করে মনোনয়নপত্র বাতিল আদেশ অব্যাহত রাখেন আপিল অথরিটি।

এ আদেশের বিরুদ্ধে নোমান বেগ গত ২৬ জুন হাইকোর্ট বিভাগে রিভিউ পিটিশন দায়ের করেন।

আজ বৃহস্পতিবার রিভিউ পিটিশনটি শুনানি শেষে আবদুল্লাহ আল নোমান বেগের প্রার্থিতা পদ বৈধ ঘোষণা করায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পান তিনি।

এদিকে, দোহাজারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী, যুবলীগ নেতা মো. লোকমান হাকিম ও ইসলামী ফ্রন্ট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলমসহ মেয়র পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, মামলা সম্পর্কিত তথ্য গোপন করায় গত ১৯ জুন মনোনয়নপত্র বাছাইকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে দায়ের করা রিভিউ পিটিশন শুনানির একটি কপি পেয়েছেন এবং কপিটি বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন শাখায় পাঠানো হয়েছে। আইন শাখায় মতামতের পর প্রতীক বরাদ্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরামুর সংরক্ষিত বনে অসুস্থ বন্যহাতির মৃত্যু
পরবর্তী নিবন্ধপরকীয়ায় খুন কাভার্ডভ্যান চালক, প্রবাসীর স্ত্রী গ্রেফতার