সকল জল্পনা-কল্পনা শেষে চন্দনাইশের দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মো. লোকমান হাকিম।
গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড লোকমান হাকিমকে নৌকা প্রতীক দেয়া হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
নৌকার মনোনয়ন পেয়ে লোকমান হাকিম বলেন, “আমাকে দলীয় মনোনয়ন প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতঙতা জানাচ্ছি। আমি দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। যেকোনো দুর্যোগ মুহূর্তে এলাকার অসহায় মানুষের পাশে থেকেছি। সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে সহযোগিতার হাত বাড়িয়েছি। আগামী ১৭ জুলাই দোহাজারী পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।”
এজন্য তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে লোকমান হাকিম ছাড়াও আরো ৫ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এম. বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ ও দোহাজারী পৌরসভা যুবলীগের আহবায়ক মনসুর আলী ফয়সাল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান সাংবাদিকদের বলেন, “দলীয় মনোনয়ন বোর্ড যাকে নৌকা প্রতীক দিয়েছে তার পক্ষে সবাইকে একযোগে কাজ করে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, মো. লোকমান হাকিম বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আবুল কাশেম লেদুর ছেলে।