দোহাজারীতে সাংবাদিককে ৩য় তলা থেকে ফেলে দিল সন্ত্রাসীরা

পাহাড় কাটার বিরুদ্ধে সংবাদ পরিবেশন

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৯:২৬ অপরাহ্ণ

চন্দনাইশে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন আয়ুব মিয়াজী (৩২) নামের এক সাংবাদিক।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার দোহাজারীস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান ‘আয়ুব মিয়াজী কম্পিউটার, কমার্শিয়াল এন্ড টেশনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট’ সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে দোহাজারী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পাহাড় কাটার বিরুদ্ধে সংবাদ পরিবেশন এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যকদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিক আয়ুব মিয়াজী তার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এসময় ৭/৮ জন সন্ত্রাসী হকিস্টিক, ছুরি, লাঠি নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে ৩য় তলা থেকে নিচে ফেলে দেয় সন্ত্রাসীরা।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত আয়ুব মিয়াজী সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা তার প্রতিষ্ঠানে উঠে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি মারধর শুরু করে উপর থেকে নিচে ফেলে দেয়। এসময় সন্ত্রাসীরা তার প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ল্যাপট্যাপ ভাঙচুর করে এবং নিয়ে যায়।

আয়ুব মিয়াজী আরো জানান, দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটার সংবাদ উপজেলা প্রশাসনকে অবহিত করা এবং এ সম্পর্কিত সংবাদ পরিবেশন করায় পরিকল্পিতভাবে তার ওপর এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম জানান, পূর্ব দোহাজারী এলাকায় পাহাড় কাটার বিষয়টি গত শুক্রবার তাকে অবহিত করেন সাংবাদিক আয়ুব মিয়াজী। সংবাদ পাওয়ার পর ওইদিন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আজ মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পাহাড় কাটার বিষয়ে তিনি ডিসি অফিসে মামলা করার জন্য রির্পোট দিয়েছেন বলেও জানিয়েছেন। পাহাড় কাটার ব্যাপারে সংবাদ দেয়ায় ওই সাংবাদিকের ওপর হামলা হয়েছে কি না তিনি সেটা জানাতে না পারলেও বিষয়টি তদন্তের পর পরিষ্কার হবে বলে জানিয়েছেন।

এদিকে, সাংবাদিক আয়ুব মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার (৫ এপ্রিল) বিকেলে দোহাজারী সদরে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে।

হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদসহ চন্দনাইশে কর্মরত সাংবাদিকবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসায় ৯৯৯ নম্বরের সেবা শুরু
পরবর্তী নিবন্ধবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন