চন্দনাইশের দোহাজারী পৌর সদরস্থ হাজারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ৪ জনের বসতঘর। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়। আজ সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, আজ সোমবার রাত ৮টার দিকে দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের হাজারী বাড়ির মাস্টার অরুণ দত্তের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
এসময় আগুন দ্রুত মাস্টার অরুণ দত্ত, তার ভাই বরুণ দত্ত, কিরণ দত্ত ও দিপ্তী দত্তের বসতঘর গ্রাস করে নেয়। আগুনে পুড়ে যায় নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান মালামাল ও কাগজপত্র। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানায় ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ও চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।