চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি দীপ্তি কারাগারে 

আজাদী অনলাইন | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২৪ অপরাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি এলাকায় গত ১৬ জানুয়ারি সোমবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেয়।
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) মো. কামরুল হাসান বলেন, “কোতোয়ালী থানার মামলায় মোশারফ হোসেন দিপ্তী নামে এক আসামীকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, “মোশারফ হোসেন দিপ্তীকে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লায় মহাসড়কের একটি হোটেলে যাত্রাবিরতির সময় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ দিপ্তীকে গ্রেফতার করে। আজ বুধবার সকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল।

গত ১৬ জানুয়ারি ১০ দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে নগরীর নাসিমন ভবনের কার্যালয়ের সামনে সমাবেশ করছিল নগর বিএনপি।

এসময় কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ২৫৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ১৩শ জনকে আসামী করে ৪টি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের থানচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে যানজট-দুর্ঘটনা নিরসনে অভিযানঃ অর্থদণ্ড