রাজধানী ঢাকার মালিবাগ লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষের পর রেল চলাচল ব্যাহত হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ বুধবার (২২ মার্চ) রাতে কমলাপুরমুখী একটি ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়ে বলে জানিয়েছে পুলিশ।
রাত ৯টা ২ মিনিটে দ্রুতযান ট্রেনটি যখন মালিবাগ রেলগেট অতিক্রম করছিল তখন মৌচাক থেকে মালিবাগ রেলগেট পার হতে থাকা একটি সোহাগ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে।
এ সময় ট্রেনটি বাসটিকে প্রায় ২০০ মিটার ঠেলে নিয়ে দাঁড়িয়ে যায়। বাসটি খালি থাকায় কেউ হতাহত হয়নি, বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
রেলগেইটম্যান সূত্রে জানা যায়, মালিবাগ রেলগেটে ট্রেন আসার সংকেত পেয়ে যানজট সরিয়ে গেট ফেলার চেষ্টা করেও গেটম্যান ব্যর্থ হয়।
অপর দিক থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটিও ঢাকার দিকে আসছিল, সেটিও রেলগেটে দাঁড়িয়ে পড়ে। ট্রেনের কোনো ক্ষতি বা ট্রেনটি লাইনচ্যুত হয়নি।
ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত চলে এসে বাসটিকে সরিয়ে নেবার চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাসকে ট্রেন ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”
ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, “একটি ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি খালি বাসের ধাক্কা লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ঢাকা রেলওয়ে থানার এসআই মুখলেসুর রহমানও জানান, এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাদের কাছে নেই।
ট্রেন আসার সময় লেভেলে ক্রসিংয়ে কীভাবে বাসটি উঠে এলো সেই বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এই দুর্ঘটনার কারণে কমলাপুর ছেড়ে আসা একটি ট্রেন সেখানে আটকা পড়ে। বাসকে ধাক্কা দেওয়া ট্রেনটিও রাত পৌনে ১০টা পর্যন্ত সেখানে ছিল।