ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন ৩৬ বছর বয়সী আকলিমা আক্তার ও ৪৬ বছর বয়সী এনামুল হক। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৮ জন।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
দুইজনই মারা যান গতকাল রাতে।
এনিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে ৫৮ জন। তাদের মধ্যে সেপ্টেম্বর মাসে মারা গেছে ৫ জন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৭৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬২০ জন।