শেষ পরীক্ষা দিতে না পেরে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এর সিভিল ও কম্পিউটার সায়েন্স বিভাগের ১৬তম ব্যাচের (শেষবর্ষ) শিক্ষার্থীদের শেষ পরীক্ষা ছিল আজ মঙ্গলবার(১৪ জুন)। এই পরীক্ষাটি দিলেই এই বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষাগ্রহণের পাঠ চুকে যেত কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় সেটা আর হলো না।

একটি পরীক্ষার জন্যে আবার দীর্ঘ অপেক্ষা। এতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। জড়ো হন প্রশাসনিক ভবনের সামনে। পরীক্ষা নিতে প্রশাসনিক কর্মকর্তাদের ধর্না দিতে থাকেন।

এ সময় পুরকৌশল অনুষদের ডিন ড. মইনুল ইসলাম শিক্ষার্থীদের জানান, মঙ্গলবার ছিল শেষ পরীক্ষা। উদ্ভুত পরিস্থিতির কারণে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এতে শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। ফলে নির্ধারিত সূচি মতে আজকের (মঙ্গলবার) পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশও উপস্থিত ছিল না। তাদেরকে এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় খোলার পর নেয়া হবে বলে জানানো হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, একটি মাত্র পরীক্ষার জন্য কতদিন অপেক্ষা করতে হবে ঠিক নেই। গোলমালে বছরও পার হয়ে যেতে পারে। আমরা অনেক ক্ষতির মুখে পড়ে গেলাম।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ইয়াবা পাচার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড